মোহনপুরে বন কর্মীর হেফাজত থেকে অবৈধ বালির গাড়ি ছিন্তাই, পুলিশে মামলা

Spread the love

ব্যুরো রিপোর্ট, আলগাপুর : কাটাকাঁল নদীর অবৈধ বালি পাচার চক্রের হাতে হেনস্তার শিকার হলেন হাইলাকান্দির বন বিভাগের কর্মীরা।

আটক করা অবৈধ বালির লরি বন কর্মীর হেফাজত থেকে ছিনতাই করে নিয়ে যায় অবৈধ বালি পাচারকারিরা।

এ ব্যাপারে চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে বনবিভাগ।

শুক্রবার আলগাপুর থানা মোহনপুর শিববাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

শনিবার পাঁচগ্রাম ফরেস্ট বিটের অফিসার সুবিনয় দেব জানিয়েছেন, শুক্রবার বন কর্মীরা রুটিন ডিউটির সময় কাটা কাল নদী থেকে মিনি টিপার গাড়িতে অবৈধ ভাবে বালি লোড করতে দেখতে পান।

সঙ্গে সঙ্গে বনকর্মীরা ২৪ এসি ২০৭০ ও এ্ এস ১১ ডিসি ৫৫২২ নম্বরের দুইটি বালি ভর্তি মিনি টিপার আটক করেন।

এই অভিযানের নেতৃত্ব দেন বিট অফিসার সুবিনয় দেব।

চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে চালকরা বিট অফিসার সুবিনয় দেবকে উল্টাপাল্টা ধমক দেয়।

অবৈধ বালির গাড়ি আটক করার খবর পেয়ে দলবল নিয়ে টিপাররে মালিক বুলবুল আহমেদ।

আটক দুটি টিপারই তার ছিল।

টিপার থেকে বালি আনলোড করে বন কর্মীদের ঠেলা ধাক্কা করে গাড়ি দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা নিয়ে পাঁচগ্রাম রেঞ্জের বিট অফিসার চার জনকে অভিযুক্ত করে মোহনপুর পুলিশ ফাড়িতে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন দুটি টিপার মালিক বুলবুল আহমেদ, তার সঙ্গী এবাদুর রহমান, আজমল হোসেন এবং চালক আলাউদ্দিন। জানাগেছে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token