বিদ্যুৎ বিভাগের হয়রানী! দুর্ভোগে দিদারদখোষ চা বাগানের সুবাস

Spread the love

হিবজুর রহমান বরভুইয়া : বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ উঠল লক্ষীপুর বিধানসভার দিদারদখোষ চা বাগানে।

বাগানের বাসিন্দা সুবাস রোহিদাস এই অভিযোগ এনেছেন।

তিনি জানান, ২০১৮ সালের ২৭ আগস্ট বিভাগ থেকে এক মাসের বিল ৯০১ টাকার ধরিয়ে দেওয়া হয়।

এই বর্ধিত বিল দেখে হতবাক হয়ে সুভাষ বিষয়ে লিখিতভাবে তদন্ত করার জন্য বেশ কয়েকবার বিভাগীয় আধিকারিককে অনুরোধ জানিয়েছেন।

কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোন সাড়া দেননি।

এভাবে প্রতি মাসে বর্ধিত বিল আসতে আসতে এক পর্যায়ে বারো হাজার টাকায় পৌঁছলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কিন্তু আশ্চর্যের বিষয় হল সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দ্বিগুন করে বিল আসতে থাকে।

এমনকি লোক আদালত থেকে নোটিশও পাঠানো হয় সুভাষকে।

তিনি আদালতে হাজির হলে ১৬ হাজার টাকায় সেটেল হয় এবং তিনি নগদে আদালতে চার হাজার ও বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে লেবার চার্জ চারশ টাকা জমা করেন।  

পরের দিন বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে সংযোগ দিয়ে যান।

গত শুক্রবার বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে তাকে জানায় তিনি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে বিদ্যুৎ চুরি করছেন।

অফিসে দেওয়া টাকার রশিদ দেখালেও পাত্তা দেয়নি বিদ্যুৎ কর্মীরা।

তারা থানায় তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।

বিদ্যুৎ বিভাগের এহেন কর্মকাণ্ডে হতবাক সুবাসের প্রশ্ন দেশ কি তুঘলকি রাজ চলছে? তিনি গণআওয়াজ-এর মাধ্যমে তদন্তক্রমে ন্যায় বিচার চাইছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token