মোস্তাফা এ মজুমদার : এক্সেস টু জাস্টিস ফর চিল্ড্রেন প্রজেক্ট বাস্তবায়নে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে হাইলাকান্দির উদীচী।
উদীচী আগামী ১১ অক্টোবর কন্যা দিবস এবং ১৬ অক্টোবর মেঘা সচেতনতা শিবিরের আয়োজন করেছে।
হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে এ অনুষ্ঠানকে সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন এক্সেস টু জাস্টিসের সাপোর্ট পার্সন উদীচীর সাধারণ সম্পাদক কবির আহমেদ চৌধুরী।
সংস্থা এ পর্যন্ত ২৬টি শিশু শ্রমিক উদ্ধার করেছে, ২৪টি পকসো, ২৭টি বাল্যবিবাহ প্রতিরোধ এবং ১০০টির মতো সচেতনতার মূলক সভা করেছে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩০ হাজারেরও বেশি শপথ সংগ্ৰহ করা হয়েছে।
নিপীড়িত শিশুদের জন্য সরকার থেকে আর্থিক সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক্সেস টু জাস্টিস ফর চিল্ডেন নামক প্রকল্পকে সফল করতে ইতিমধ্যে সক্রিয় ভাবে মাঠে নেমেছে উদীচী। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সেস টু জাস্টিসের ভিক্টিম অ্যাসিস্ট্যান্ট সামিম আহমেদ লস্কর, সমাজ কর্মী জুহি সেন ও সমাজ কর্মী দেবীকা বৈদ্য।