জুলি দাস
করিমগঞ্জ, ২৬ নভেম্বর : করিমগঞ্জ সিভিল হাসপাতালে সাফাই অভিযান চালালো খিয়াংতেজ রাইজিং ওয়ালফেয়ার সোসাইটি। শনিবার সকাল সাতটা থেকে এই সাফাই অভিযান শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন দিক সাফাই করেন সংস্থার সদস্যরা।
সংস্থার সম্পাদক বিকাশ খাংতে বলেছেন, আগামীতে আবার সিভিল হাসপাতাল সাফাই করা হবে। তবে রোগী সহ তাঁদের সঙ্গে আসা আত্মীয়দের এ নিয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হাসপাতালের কিছু জায়গায় মারাত্মক আগাছা জমে থাকায় মশার উপদ্রব ছিল। এদিন তাও পরিচ্ছন্ন করা হয়। যৌথভাবে এই কাজ করে ন্যাশনাল কন্ট্রোল ফোর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল এবং কেআরডব্লুএস।
ডেঙ্গু প্রতিরোধে এই কাজ করা হয়। ফগিংও করা হয়।
সংবিধান দিবস হিসেবে শনিবার সাফাই অভিযান করার পরিকল্পনা আগেই নিয়েছিলেন কেআরডব্লুএস-এর বিভিন্ন পদাধিকারীরা।
তাতে উৎসাহ দিয়েছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডা: সামসুল আলম। সেই অনুযায়ী এদিন সকালে গিয়ে উপস্থিত হন সংস্থার প্রত্যেক কর্মকর্তা।
বিশেষ কাজে যুগ্ম অধিকর্তা জেলার বাইরে থাকলেও এদিন উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডা: লিপি দেব সিনহা, ডা: জামাল আহমেদ চৌধুরী, ডা: রাজশেখর চক্রবর্তী, ডা: এহসান আহমেদ গালিব, ডা: রঞ্জিত বৈদ্য সহ অন্যান্যরা।
গ্লাবস পড়ে ঝাড়ু হাতে সাফাই অভিযান চালানো হয়। এমনকি আবর্জনা সংগ্রহ করে সেগুলি বাইরে নিয়ে ফেলেন সংস্থার পদাধিকারীরা। ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেওয়া হয় চারিদিকে।
সাফাই অভিযানে এদিন গোটা সময় উপস্থিত ছিলেন কায়াকল্প-এর জেলা নোডাল অফিসার ডা: জামাল আহমেদ চৌধুরী এবং এডমিনিস্ট্রেটর যাদবেন্দ্র ডেকা।
সংস্থার পক্ষ থেকে সাফাই অভিযানে সামিল হোন সম্পাদক বিকাশ খাংতে, রাজেশ চড়েই, মুনিন্দ্রকিশোর ত্রিপুরা, লালনুগুল রিল চড়েই, মুনলিয়ান চড়েই, সুব্রত দাস, রাজু ত্রিপুরা।
সংস্থার এধরনের কাজকর্মের প্রশংসা করেছেন হাসপাতালে উপস্থিত জনগণ। অন্যদিকে, সংবিধান দিবস উপলক্ষে এদিন শপথ গ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মী এবং কেআরডব্লুএস-এর প্রত্যাধিকারীরা।
উল্লেখ্য, সিভিল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন। মাসিক এক লক্ষ টাকার বিনিময়ে এই কাজ করার কথা।
কিন্তু গত কয়েক মাস থেকে ঠিকমতো দায়িত্ব পালন করা হচ্ছে না বলে কাজের বরাত পাওয়া লোকদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আরো বর্ধিত হারে টাকা দেওয়ার আর্জি রেখেছেন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বপ্রাপ্ত লোকরা।