গণআওয়াজ : শুক্রবার সন্ধ্যায় বিধায়ক দিপায়ন চক্রবর্তীর হাত ধরে উদ্বোধন হল অম্বিকাপট্টি চৌরঙ্গি পয়েন্টের নির্মিত কালভার্টের।
ডিডিসিসি রাজিব রায়ের উপস্থিততে তিনি এই কালর্ভাটের ফলক উন্মোচন করে করেন শিলচরের বিধায়ক।
বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এক কুটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে এই কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে।
তাছাড়া তিনটি ক্রস কালভার্টে ২৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
এলাকার মানুষ জমা জলের সমস্যায় ভুগছিলেন, বিধায়ক হওয়ার পর জেলাসাককে সাথে নিয়ে পরিদর্শন করে জমা জলের সমস্যা সমাধানে ড্রেনের কাজ শুরু করা হয়, দুই বছরে কাজ সম্পন্ন হয়েছে। আসন্ন দুর্গা পূজার আগে শহরের বেহাল সড়কের রূপ পাল্টাবে বলে আশ্বাস দেন তিনি।