হাইলাকান্দি প্রতিনিধি : হাইলাকান্দি জেলার বর্ণিব্রীজ জিপির মোহনপুর গ্রান্টে রাইজর দলের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সুভাষচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিলাল উদ্দিন বড়ভূইয়াকে সভাপতি, চন্দনকুমার দাস ও রাজীব মাঝিকে উপসভাপতি করে ৫১ সদস্যের মোহনপুর গ্রান্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন লেছান উদ্দিন বড়ভূইয়া, সহকারী সম্পাদক হিসেবে সাহিন আহমদ লস্কর ও আবুল হুসেন বড়ভূইয়াকে মনোনীত করা হয়।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল জলিল লস্কর, বিপুল শুক্লবৈদ্য ও নূর ইসলাম চৌধুরী।
এছাড়াও বিত্ত সম্পাদক হিসেবে নেজাম উদ্দিন বড়ভূইয়া, প্রচার সম্পাদক হিসেবে রিজু হুসেন লস্কর ও প্রণয় দাস সহ বেশ কয়েকজন সদস্যের নাম অন্তর্ভুক্ত করে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
এদিনের সভায় উপস্থিত হয়ে রাইজর দলের উদ্দেশ্যে সম্পর্কে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদ উদ্দিন লস্কর ও রাইজর দলের সাংগঠনিক সম্পাদক রাজু চৌধুরী প্রমূখরা।
বৃহত্তর মোহনপুর গ্রান্টের জনগণ রাস্তাঘাট, পানীয়জল নিয়ে ব্যাপক দূর্ভোগ এবং সরকারী সুবিধা থেকে বঞ্চিত থাকার চিত্র তুলে ধরেন। এনিয়ে শীঘ্রই মোহনপুর গ্রান্টের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর।