ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : সিনেমার অভিনয়ের সঙ্গে কংগ্রেসকে তুলনা করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়া।
তিনি কংগ্রেসকে তীব্র আক্রমন করে বলেছেন, চব্বিশের নির্বাচনে বিজেপির সুনামিতে সারা দেশে কংগ্রেস ধুলিসাৎ হয়ে যাবে।
শনিবার হাইলাকান্দিতে সাংবাদিকদ সম্মেলন করে কংগ্রেস দলকে কটাক্ষ করে এভাবেই মন্তব্য করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক আহ্বায়ক বুরহান।
কংগ্রেসের সময়ে মানুষ আতঙ্কে দিন কাটিয়েছেন।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকারের উন্নয়ন মূলক কাজকর্মের আকৃষ্ট হয়ে অসমের মানুষ কংগ্রেস দলকে বর্জন করে বিজেপিকে সমর্থন করে রাজ্যের ক্ষমতায় এনেছেন।
বর্তমান বিজেপির শাসনকালে অসমের সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা শান্তিতে রয়েছেন দাবি করেন তিনি।
কিন্তু ইদানিং বরাক-ব্রম্মপুত্রের বিভিন্ন স্থানে গিয়ে কংগ্রেসের নেতারা সভা সমিতি করে সাধারণ মানুষকে কংগ্রেসমুখী করতে চাইছেন।
তাদের কোন অভিনয় বা নাটক কাজে লাগবে না। কেন্দ্রে বিজেপিকে ফের চাইছেন মানুষ। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ এর বেশি আসন লাভ করে ফের ক্ষমতায় আসবে বলে জোর গলায় দাবি করেন বিজেপি সংখ্যালঘু নেতা বুরহান।