ব্যুরো রিপোর্ট, বড়খলা : অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করা হল পুড়ানাকো এলপি স্কুলে সভাপতি।
শালচাপড়া শিক্ষা খণ্ডের ৭০১ নং পুড়নাকো এল পি স্কুলে পরিচালন কমিটির সভাপতি শেষ পর্যন্ত গোপন ব্যালটে ভোটাভুটিতেই নির্বাচন করা হল।
দু’জন প্রার্থী নূর আহমদ মজুমদার এবং মাহাতাব উদ্দিন বড়ভূইয়ার ভাগ্য নির্ধারণে রবিবার এই ভোটাভুটি হয়।
১৩১ জন ভোটার তাদের মতদান করেন। এরমধ্যে ৩টি ভোট বাতিল হওয়ায় ১২৯টি ভোট গণনা করা হয়।
যার মধ্যে মাহাতাব উদ্দিন বড়ভূইয়া পেয়েছেন ৬৮টি ভোট এবং তার প্রতিপক্ষ নূর আহমদ মজুমদার পেয়েছেন ৫৮টি ভোট।
নূর আহমদ থেকে ১০টি ভোট বেশি পেয়ে শালচাপড়া শিক্ষা খণ্ডের ৭০১ নং পুড়নাকো এল পি স্কুলে পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহাতাব উদ্দিন বড়ভূইয়া।
গোপন ব্যালটে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নির্বাচনের খবর প্রচার হওয়ায় স্কুল প্রাঙ্গনে সকাল থেকেই উৎসুখ জনতার ভিড় জমে।
টান টান উত্তেজনার মধ্যে শেষ হয় ভোট পর্ব। গণনার পর মাতাবকে বিজয়ী ঘোষণা করা হয়।
সমর্থকরা বাজি পটকা পুড়িয়ে উল্লাসে মেতে উঠেন।
মাতাব পরে গণআওয়াজকে জানিয়েছেন, সবার আশীর্বাদ থাকায় তিনি জয়ী হয়েছেন।
স্কুলের উন্নয়নে কাজ করে যাবেন এবং শিক্ষক শিক্ষিকা সহ চাত্র-ছাত্রীদের প্রতি সুনজর রাখবেন।
এদিনের নির্বাচনকে সুষ্টভাবে সম্পন্ন করতে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল, সিআরসিসি জয়ব্রত নাথ এবং ভাঙ্গাঁরপার ফাড়ির ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই স্কুলের সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভাপতি নির্বাচন নিয়ে দুপক্ষের তর্কবিতর্কের সৃষ্টি হয়। দাবী উঠে গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচনের।