হিবজুর রাহমান বড়ভূই : মেহেরপুর শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।
অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংস্থার আহ্বানে বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী চলা আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা কাছাড় জেলা শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় ঘেরাও করে।
গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে- অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং সাম্মানিকের পরিবর্তে মজুরি দিতে হবে।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ১১ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে।
অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকা ও মিনি কর্মীদের এককালীন সাহায্য ২০ অক্টোবরের মধ্যে প্রদান করতে হবে।
এদিন বিক্ষোভ চলাকালিন সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, সরকার তাদের সাথে চিনি মিনি খেলছে।
আসামের মুখ্যমন্ত্রী শিরচরে এসে জনসভা করে গেছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো আলোচনা করেন নি।
তাদের শিশু বিকাশ থেকে শুরু করে বিএলও, এনআরসি সহ বিভিন্ন বিভাগের তৃণমূল স্তরের কাজ করতে হয়।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন কিন্তু কাজের তুলনায় মাসে ৬০০০ টাকা দিয়ে তাদের সংসার বা পরিবার চালানো সম্ভব হচ্ছে না।
যদি কোন মন্ত্রী এই টাকা দিয়ে নিজের সংসারের ভরণ পোষণ করতে পারেন তবে তারাও মেনে নেবেন।
অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও অভিযোগ করেন যে সরকার থেকে যে সব খাদ্য শিশুদের জন্য আসে তা অতি নিম্নমানের।
শিশুরা এই খাদ্য খেতে চান না এবং শিশুদের অভিভাবকরা এই খাদ্য তাদের বাচ্ছাদেরকে খাওয়াবেন না বলেন।
সরকারের এই খাদ্য খেয়ে অনেক বাচ্চারা অসুস্থ হয়েছেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের কাছে দাবি রাখেন অন্ততপক্ষে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবেন বলে সরকারকে হুঁশিয়ারি দেন তাঁরা।