শিলচর মধুরবন্দে উচ্ছেদ অভিযান, কোর্টের নাজির সহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা

Spread the love

হিবজুর রহমান : শিলচর মধুরবন্দ ফাতিমা লস্কর এলপি স্কুল লেনে জমি ডিমার্কেশনের নামে উচ্ছেদ অভিযানে এবার মামলা হল শিলচর সদর থানায়।

জফুরুন নেসা নামের এক মহিলা শিলচর কোর্টের সিভিল নাজির সহ বিবাদী পক্ষের নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

তার অভিযোগ, জমির মাপঝোঁক করার সময় সিভিল নাজিরের সামনে বিবাদী পক্ষের নয় জন ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বাদী পক্ষের উপর হামলা চালিয়েছে।

এছাড়া জমিতে মামলা চলাকালীন সময়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

গত পাঁচ অক্টোবর দায়ের করা ওই মামলার নম্বর হচ্ছে ১৮৯৯/২৩।

বাদীরা জানিয়েছেন, এক্সিকিউশন কেস নম্বর টি এক্স নম্বর ১৫/১৯৯৭ এর ভিত্তিতে ৫ অক্টোবর তাদের জমি ডিমার্কেশন করতে কোর্ট টীম পাঠায়।

যার নেতৃত্বে ছিলেন সম্ভবত সিভিল নাজির অরুনাভ গোস্বামী এবং পাটোয়ারি জাকির হোসেন।

কিন্তু তারা এক্ষেত্রে কোনো নির্দেশিকা দেখাতে পারেননি।

তবে পুলিশের সহযোগিতায় এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযোগকারীরা জানিয়েছেন, ওই দিন রেহান লস্কর, টুকু লস্কর, খোকন লস্কর, জুয়েল লস্কর, রিঙ্কু মজুমদার, টিটু মজুমদার, লাকি লস্কর, সানি লস্কর এবং বনি লস্কররা এলাকায় ব্যাপক ভাংচুর চালিয়েছে।

এতে তাদের কুঁড়ি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token