আসু-লাচিত সেনার ঘৃণ্য কাজের নিন্দা ও ধিক্কার!
নিউজ ডেক্স, গণআওয়াজ : অসমের সরকারী স্বীকৃত ভাষার মধ্যে একটি বাংলা ভাষাও। কোন ভাষাকে আক্রমন করে বিলুপ্ত করা যায়না।
আসাম আন্দোলনের সময় আমরা আসু সহ অন্যান্য অসমীয়া জাতীয়তাবাদের নামে গড়ে ওঠা সংগঠনের বর্বর রূপ দেখেছি।
পরবর্তীতে এই আন্দোলনের নেতারা মন্ত্রী হয়েছে, কিন্তু কিছুই করতে পারেনি।
এভাবেই আসু এবং বীর লাচিত সেনার উগ্র জাতীয়তাবাদের নিন্দা এবং ধিক্কার জানালেন অসমীয়া বুদ্ধিজীবী মহলের একজন বিপুল শর্মা।
দুর্গাপূজায় রাজ্যের বিভিন্ন পূজা মণ্ডপে বাংলা লেখা ব্যানার ছিঁড়ায় দুটি সংগঠনের কঠোর সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।
তিনি অসমীয়া জাতীয়তাবাদের অনাঅসমীয়াদের আক্রমনের নিন্দা জানিয়ে বলেন দুর্গাপুজায় বাংলা ব্যানার ছিঁড়ার মত কাজ তারা নিজেদের এলাকায়ই করতে পারে।
অন্য কোথাও করতে পারবে না।
আসুও হতাশা হয়ে অস্থিত্ব রক্ষার জন্য লাচিত সেনার এই কাজে অংশ নিয়েছে।
এভাবেই অসমীয়া জাতীয়তাবাদের নামে গজিয়ে উঠা আসু এবং লাচিত সেনার দুর্গাপুজায় ব্যানার ছিঁড়া সরব প্রতীবাদে সোচ্চার হয়ে উঠেছেন অসমীয়া বুদ্ধিজীবী মহল।
এর আগে প্লাবিতা হাজারিকা নামের এক বুদ্ধিজীবী ও সচেতন মহিলা প্রতীবাদ সাব্যস্থ করেছেন। এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্যবহার করে প্রতিবাদে সোচ্চার হলেন অসমীয়া বুদ্ধিজীবী বিপুল শর্মা।