সুপ্রিয় পাল, দুল্লভছড়া : দুল্লভছড়া খন্ড উন্নয়নের ভেটারবন্দ বস্তির ৩নং ওয়ার্ডের কৃষকাজে জল সেচের সুবিধায় পঞ্চদশ অর্থ কমিশনের ২০২১-২২ অর্থ বছরে ৩লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
এরমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়ে গেছে। এই কাজের দায়িত্বে রয়েছেন ওয়ার্ড সদস্যা কৃষ্ণা বিশ্বাসের প্রতিনিধি।
কিন্তু কাজটি উপযুক্ত জায়গায় করা হয়নি বলে স্থানীয় জনসাধারণের স্বাক্ষরিত একটি স্মারকপত্র দুল্লভছড়া খন্ড উন্নয়ন আধিকারিকে দেওয়া হয়।
তাছাড়া কাজের কোন তথ্য ফলকও লাগানো হয়নি। গাইড লাইন উপেক্ষা করে কনস্ট্রাকশন কমিটি গঠন না করে ইচ্ছেমত কাজের অভিযোগ করা হয়।
স্থানিয়দের অভিযোগ, যেখানে কাজ করা হচ্ছে সেই স্থানটি জমা জলের স্থান থেকে অনেক উপরে।
তিনি রাজনৈতিক দাপটে এভাবে করছেন বলে অভিযোগকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এখন লক্ষ্যনীয় হবে খন্ড উন্নয়ন আধিকারিক কি পদক্ষেপ নেন।