নিউজ ডেক্স : ব্রহ্মপুত্র উপত্যকার ২৪টি পুজো প্যান্ডেলে বাংলা লেখা ব্যানারে হামলা চালায় লাচিত সেনা সহ বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী সংগঠন।
মাতৃভাষার এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে শিলচরে নাগরিক সভা আহ্বান করেন অরুন্ধতী গুপ্ত ও অলোকা দেব নামের এই দুই গৃহবধু।
ভাষা জননীর সম্মানে এই দুই সমাজকর্মীর সাহসিক উদ্যোগকে মান্যতা দিতে শিলচর প্রেস ক্লাবে তাঁদের সংবর্ধনা দেয় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এদিন তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য এবং মানপত্র তুলে দেন উপস্থিত বিডিএফ এর সদস্যরা।
পরে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সাংবাদিকদের বলেন, প্রতিবাদী কর্মসূচি নেবার দায়িত্ব ছিল স্বীকৃত রাজনৈতিক দল ও মাতৃভাষা প্রেমী সংগঠন গুলির।
কিন্তু এই দায়িত্ব তারা পালন করেনি, তবে আশ্বাস এনজিও-র সাথে যুক্ত এই দুই গৃহবধু প্রতীবাদে এগিয়ে এসেছেন।
নাগরিক সভা সফল করে তুলতে তারা অক্লান্ত পরিশ্রমও করেছেন। তাঁর জন্যই রাজ্যের বাংলা ভাষীদের পক্ষ থেকে বিডিএফ তাদের অভিনন্দন জানাচ্ছে।
বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, অরুন্ধতী গুপ্ত ও অলোকা দেবের এই উদ্যোগে আরো মহিলা মাতৃভাষার অধিকার রক্ষায় এগিয়ে আসবেন বলে আশা করা হয়।
বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, ভাষা জননীর সম্মানে এই উপত্যাকায় শহিদ হয়েছেন কমলা ভট্টাচার্য। পুরুষ প্রধান সমস্ত দল সংগঠন কোন কর্মসূচি নিতে হলে সেখানে এই দুই গৃহবধুর প্রয়াস শহিদ কমলা ভট্টাচার্যের প্রতি যথাযথ শ্রদ্বাঞ্জলি বলেই তিনি দাবী করেন।