দীপন দাস, কাটিগড়া, ১০ ফেব্রুয়ারি : অবৈধ বার্মিজ সুপারি মাফিয়াদের নিত্য নতুন কৌশল, দিগরখালে তেল বহনকারী ট্র্যাঙ্কার গাড়ির ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বার্মিজ সুপারি!
পুলিশের চোখে ফাঁকি দিতে অবৈধ বার্মিজ সুপারি মাফিয়ারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে অব্যাহত রেখেছে তাদের অবৈধ বাণিজ্য।
শুক্রবার দিগরখাল হাই স্কুলের পাশে ছয় নং জাতীয় সড়কের উপর দাড়িয়ে থাকা একটি পরিত্যাক্ত অয়েল ট্যাংকার গাড়ি থেকে ষাট বস্তা বার্মিজ সুপারি উদ্ধার করে পুলিশ।
অভিনব পদ্ধতিতে ট্যাংকারের চেম্বারের ওপর দিক থেকে আলাদা ভাবে মোটা পাইপ লাগিয়ে ওই পাইপ গুলোর পাশে সুপারির বস্তা গুলো রাখা ছিল।
সাধারণ ভাবে দেখলে মনে হবে পেট্রোল বা ডিজেল ভরার জায়গা।
কিন্তু ওসি বিপুল বিশ্বাস ও গুমড়া পিআইসি-র এসআই সুমন দে-র বেশ কিছুক্ষন চেষ্টার পর পাইপ গুলোর নাট বল্টু খুলতেই বেরিয়ে আসে আসল রহস্য।
এগুলোর পাশে স্তরে স্তরে সাজানো রয়েছে বার্মিজ সুপারি ভর্তি বস্তা।
পরে গাড়ি টিকে আটক করে গুমড়া পিআইসি-তে নিয়ে যায় পুলিশ। ট্যাংকার গাড়ি থেকে প্রায় ষাট বস্তা বার্মিজ সুপারি উদ্ধার হয়েছে। এই ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি বলে জানাগেছে।