স্বপন পাল, দার্জিলিং : শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক যুবক। মাস কয়েক আগেও শিলিগুড়ির জনবহুল শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন।
এরপর শিলিগুড়ি পুর নিগম এবং স্বাস্থ্য দপ্তর প্রচার ও সচেতনতা অভিযান চালায়।
কিন্তু এরই মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ি পৌরনিগমের ২৩ নং ওয়ার্ডের রাজীবগান্ধী বাইলেনের বাসিন্দা বাপ্পা রায়ের।
গত সোমবার জ্বর ও শরীরের নানান সমস্যা নিয়ে শিলিগুড়ি খালপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি।
মঙ্গলবার সকালে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু রাতেই মৃত্যু হয় তার।
বাড়ির লোকেরা জানান, ডেঙ্গুর কারনে প্লেটলেট কমে যাওয়ায় মৃত্য হয় তার।
পরিবারের সদস্যদের অভিযোগ, বাপ্পা প্রায় চার মাস ধরে তার শ্বশুরবাড়ি শিলিগুড়ি পুরনিগমেয়র ৪ নম্বর ওয়ার্ডে ছিল।
সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয় সে। এরপরই তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
শারীরিক অবনতি ঘটলে মঙ্গলবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাপ্পা। তার মৃত্যুর খবরে তার নিজ বাড়ি শিলিগুড়ি পুরনি গ্রামের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় শোকে ছায়া নেমে আসে।