শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : কেদারনাথ মন্দিরের আদলে প্রস্তুত হচ্ছে পুজোর মণ্ডপ, জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ।
উৎসাহ দেখা গেছে রামকৃষ্ণ নগরের জনমনে।
রামকৃষ্ণ নগরের আমরা ছাত্র দল ক্লাব প্রতিবছরই কালীপুজোয় নিত্য নতুন থিম নিয়ে রামকৃষ্ণ নগর বাসীর কাছে নিয়ে আসছে।
দুবছর পূর্বে রামকৃষ্ণ নগরের উপর ভিত্তি করে তাদের এক অন্যতম থিম ছিল কালীপুজোয়।
সেই সময় রামকৃষ্ণ নগরের মধ্যে মেডিক্যাল কলেজ নিয়ে চলছিল জোর চর্চা।
আর ওই চর্চার উপর ভিত্তি করেই মেডিক্যাল কলেজ থিম দিয়ে আমরা ছাত্রদল করেছিল কালিপুজোর আয়োজন। বিধায়ক বিজয় মালাকার উদ্বোধন করেছিলেন ওই মণ্ডপের।
তাছাড়া ওই সময় মেডিক্যাল কলেজ রামকৃষ্ণ নগরেই যে হতে চলছে তা প্রায় অনেকেই জেনে নিয়েছিলেন।
বিধায়ক বিজয় প্রথম থেকেই মেডিক্যাল কলেজ নিয়ে একেবারে পরিষ্কার মনোভাব রেখে এসেছেন, রামকৃষ্ণনগরেই মেডিক্যাল কলেজ হবে।
ঠিক তেমনি এবার মেডিক্যাল কলেজের জন্য রামকৃষ্ণনগরের জমি নির্ধারণ শেষে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে খুবই আনন্দিত রামকৃষ্ণ নগরবাসী।
দুবছর পূর্বে ছাত্র দল তাদের কালীপুজোর থিম রেখেছিল মেডিক্যাল কলেজের, গত বছর ছিল আজাদী কা অমৃত মহোৎসব।
বিশেষ করে লক্ষ্য করলে দেখা যায় সময়ের সাথে এভাবেই কিছু একটা উপস্থাপন করে আসছে আমরা ছাত্র দল ক্লাব। এবার তাদের থিম রয়েছে কেদারনাথ মন্দির।
পঁচিশ বছর পূর্তি অর্থাৎ আমরা ছাত্র দল ক্লাবের রজত জয়ন্তী উপলক্ষেই তারা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করেছে কালিপুজোর মণ্ডপ। রবিবার বিকেলে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করবেন বিধায়ক বিজয় মালাকার।