গণআওয়াজ প্রতিবেদন : শিলচর কোয়ারপার সেন্ট ক্যাপিটানিও স্কুলে দু’দিনের বার্ষিক প্রদর্শনীর সূচনা হয়।
অধ্যক্ষা সিস্টার অর্পিতা কণ্ঠাস্থ বলেন, পড়ুয়াদের স্বাধীন চেতনা এবং শিল্প ভাবনাকে বাস্তব রূপ দিতে এমন প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্কুলের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যোগ দিয়েছে প্রদর্শনীতে।

চিত্রকলার পাশাপাশি প্রদর্শনীতে বিজ্ঞান, সামাজ বিজ্ঞান, ইংরেজি, নাটক, গণিত, চারু ও কারুশিল্প, হিন্দি, বাংলা এবং কম্পিউটারের মতো বিভিন্ন বিষয় রয়েছে।
এ বছর ইভেন্টটি বিশেষ করে সাইবার ক্রাইম ও কুসংস্কারের মতো সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে।
ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন ফরেনার্স ট্রাইব্যুনালের বিচারপতি রঞ্জন রায়। অনুষ্ঠানে তিনি পড়ুয়াদের উৎসাহ করে বক্তব্য রাখেন। বলেন, এই স্কুলটি কাছাড়ের সেরা স্কুলগুলির মধ্যে একটি।