নিউজ ডেক্স গণআওয়াজ : বিজয়া দশমীর রাতে ছেলে সমরজিৎ পালের রহস্যময় মৃত্যুর বিচার চাইলেন আইরংমারার সুজিত পাল।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে বাবার সঙ্গে ব্যবসা করছিলেন সমরজিৎ।
কিন্তু ২৪ অক্টোবর রাতে বন্ধু দীপ দেব এবং রাহুল পাল সহ অজ্ঞাত আরো তিনজন তাঁকে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে তার পিতাকে ফোন করে জানানো হয় তাঁর ছেলে রাস্তায় পড়ে রয়েছে। তার পাশে মোটরসাইকেলও।
এরপর অজ্ঞান অবস্থায় ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ এবং পরে গৌহাটি জিএনআরসিতে নিয়ে যাওয়া হয়।
কিন্তু চিকিৎসকদের আপ্রান চেষ্টার পরও সমরজিৎকে বাঁচানো যায়নি। ৩১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সমরজিতের।
পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাঁকে কোন রাসয়নিক পদার্থ খাইয়ে প্রহার করা হয়েছে।
যার কারনে যকৃত ও বৃক্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছেলের এই হত্যা কাণ্ডের সুবিচার দাবী করছেন পুত্রহারা দম্পতী।
তারা জানিয়েছেন, তাদের এফআইআর-এর পর পুলিশ শুধু দুজনকেই রিমান্ডে নিয়েছে।
কিন্তু অন্য যারা সঙ্গে ছিল তাদের এখনও গ্রেফতার করা হয়নি।
এদিকে এই ঘটনার পর অভিযুক্ত দীপ ও রাহুল-এর পরিবারের লোকজন পালিয়ে শিলচরে কোথাও আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ঘটনার প্রায় এক মাস কেটে গেলেও পুলিশের আশ্চর্যজনক নীরবতা জনমনে সন্দের ধানা বেঁধেছে।
বিভিন্ন মহল থেকে এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়ি চালকের মত এই মামলাটি ধামাচাপা পড়বেনা-তো।
এদিন সমরজিতের পিতা-মাতা ছেলের মৃত্যুর যথাযথ তদন্ত এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাস্থির দাবীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন।