লোকসভা নির্বাচনের আগে সেতু নির্মাণ না হলে ভোট বর্জনের হুংকার
মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটা জাগুন-কাঠাছেমা সংযোগকারী সেতু পাকা করনের দাবিতে মার্গেরিটা ছাত্র মুক্তি সংগ্ৰাম সমিতি এক উত্তাল প্রতিবাদী কাৰ্যসূচী পালন করে।
ছাত্র মুক্তি সংগ্ৰাম সমিতির ব্যানারে এই বিক্ষোভ কাৰ্যসূচীতে প্রায় পাঁচ শতাধিক জনতা যোগদেন।
সরকার বিরোধী এবং জাগুন-কাঠাছেমা সংযোগকারী সেতু নির্মাণের দাবীতে ঘন ঘন স্লোগানে এলাকা উত্তপ্ত করে তুলেন।
বিক্ষোভকারী সরকারের কাছে প্রশ্ন ছুড়ে জানতে চায়, কেন জাগুন এবং প্রায় পনেরো হাজার জনবসতিপূর্ণ কাঠাছেমা সংযোগকারী সেতু নির্মাণ হচ্ছে না?
কেন? রামনগর, বালিবস্তি, কোলাপথার, কথা আদৰ্শ, চন্দ্ৰপুর গ্রামগুলোর সংযোগী কাঠের সেতু গত বর্ষার সময়ে ভেঙ্গে গেলেও আজ পৰ্য্যন্ত নিৰ্মান করা হল না।
মার্গেরিটার বিধায়ক ভাস্কর শৰ্মা এবং ডিব্ৰুগড়ের সংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলী সেতুটি নিৰ্মানের প্ৰতিশ্ৰুতি দেওয়ার পরও পূরণ হচ্ছে না। এদিন, লোকসভা নির্বাচনের আগে সেতু নিৰ্মাণ না হলে ভোট বৰ্জনেরও হুংকার দেন বিক্ষোভকারীরা।