আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মার্গেরিটা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির
মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : প্রায় ৪০ ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান থেকে কাজল তাসা নামের এক বিজেপি কর্মী দীর্ঘ ৪ বছর ধরে অর্থ সংগ্রহ করছে।
অরুণাচল সংযোগী রাস্তার ব্যস্ততম মাকুম বাগান তিনআলিতে এই দোকান গড়ে উঠে উঠে।
বৃটিশের শোষন শোষণের মত এই ক্ষুদ্র ব্যবসায়ীদের শোষণ করে আসছে বিজেপির এই কাজল তাসা নামের পাতি নেতা।
প্রতিটি দোকান থেকে নিয়মিত ২০টাকা করে দৈনিক ৮০০টকা, অর্থাৎ প্রতিমাসে ২৪০০০ টকা গুন্ডা ট্যাক্স আদায় করছে কাজল তাসা নামের বিজেপির এই পাতি নেতা।
কিন্তু, কার ছত্রছায়ায় বলিয়ান হয়ে কাজল এই অবৈধ অর্থ সংগ্রহ অভিযান চালাচ্ছে? তা জানেন না মার্গেরিটা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সুখদেব শর্মা।
তিনি গণআওয়াজকে জানান, কাজল সরকারি কোষাগারে কোন টাকা জমা করেনি।
সুখদেব কাজলকে এই অবৈধ কর আদায় থেকে বিরত থাকাতে বলেছেন।
এছাড়া, চার বছর ধরে টেন্ডার ছাড়া যে অর্থ আদায় করা হয়েছে, তা ফেরৎ দিয়ে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন।
অন্যতায়, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।