ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ : হাইলাকান্দি প্রবেশের মুখে আলগাপুরে ক্ষোভের পড়তে হল এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে।
বোয়ালি পারে আজমলের কনভয়ের সামনে বিক্ষুব্ধ জনতাকে হায় হায় ধ্বনি দিতে দেখা যায়।
ইন্ডিয়া জোটে এআইইউডিএফকে সামিল না করায়, প্রায় কোণঠাসা আজমল বদলা নিতে উঠেপড়ে লেগেছেন।
কিছুদিন আগে হাইলাকান্দি এসে মৌলানাদের সাথেও সভা সমিতি করেছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল।
কিন্তু, তাতেও তেমন কোন সাড়া মেলেনি।
এবার আজমল ইন্ডিয়া জোটকে শক্তি দেখাতে দলের তিন বিধায়ককে কাজে লাগান।
আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী দল সুপ্রিমোকে স্বাগত জানাতে এদিন বিশাল বহর নিয়ে হাজির হন, ধ্বলেশ্বর বাইপাসে।
সেখানে ফুলের মালা এবং গামছা দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
এত সময় সবকিছু ঠিকটাক থাকলেও বোয়ালি আসার পর হাইলাকান্দির জনতার তুপের মুখে পড়তে হয় এআইইউডিএফ সুপ্রিমো আজমলকে।
তার বহর দেখেই ক্ষুব্ধ জনতা রাস্তার দুপাশে দাড়িয়ে বদরুদ্দিন আজমল হায় হায় এবং গো ব্যাক ধ্বনি দিতে শুরু করেন। অবশ্য তার কনভয় না দাড়িয়েই সুজা হাইলাকান্দির দিকে চলে যায়।