গণআওয়াজ প্রতিনিধি : অবৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে মুখ্যমন্ত্রীর পাকা রাস্তা নির্মাণের কাজ, এই অভিযোগ বড়খালা বিধানসভার লেবুরবন্দ, গড়েরবন্দ এবং ময়নাগড় এলাকার বাসিন্দাদের।
সংবাদ মাধ্যমকে তারা বলেন, মুখ্যমন্ত্রীর পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের প্যাকেজে বড়খালা লাঠিগ্রাম থেকে ময়নগড় পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম চলছে।
এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী সহ বৃহত্তর এলাকার একশ শয়াংশ মানুষ চলাচল করেন।
স্বাধীনতার পর রাস্তাটি প্রথমবারের মোট মুখ্যমন্ত্রীর পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের প্যাকেজে অন্তভুক্ত করা হয়।
কিন্তু রস্তা নির্মাণে নিযুক্ত ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন।
রোলিং মিলসহ সড়ক নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন না করেই চলেছে রাস্তার কাজ।
স্থানীয়রা এই কাজের উপযুক্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবী জানান। এলাকার লালবাসি, শ্রীমল শতনামী, রঞ্জন চক্রবর্তী, যীশু দাস, সহদেব রাজবংশী, রাজীব রাজবংশীরা বলেন, যেভাবে রাস্তার কাজ হচ্ছে আগামী বর্ষার পর মানুষের চলাচলের উপযোগী থাকবে না।