মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : এবার প্ৰথম বারের মত অনুষ্ঠিত হবে মার্গেরিটায় দু’দিন ব্যাপী শ্ৰীশ্ৰী কৃষ্ণের রাস মহোৎসব।
এই মহোৎসবকে সুন্দর ও শৃংখলাবদ্ধ ভাবে উদযাপন করতে কমিটি প্ৰস্তুতির সাথে ব্যাপক প্ৰচারও চালাচ্ছে।
ডিসেম্বর মাসের ৯ এবং ১০ তারিখ, দু’দিন ব্যাপী এই মহোৎসব উদযাপন মার্গেরিটা মহাবিদ্যালয়ের খেলার মাঠে।
ভগবান শ্ৰীশ্ৰীকৃষ্ণের লীলা বৰ্ণনার জন্য উদযাপিত রাস উৎসব আসামের অত্যান্ত গুরুত্বপূর্ণ ধৰ্মীয় উৎসবের হওয়ার সাথে সাথে এটি নব্য-বৈষ্ণবাদের একটি অপরিহার্য অংশ।
শরতের পূৰ্ণিমায় আসামের প্রান্তে প্রান্তে রাস উৎসব উদযাপন করা হয়।
যদিও এই প্ৰথম বারের মত বিস্তৃত কাৰ্য্যসূচীর মাধ্যমে মার্গেরিটায় শ্ৰীশ্ৰীকৃষ্ণের রাস উৎসব উদযাপন করতে জনসাধারণকে উৎফুল্লিত হতে দেখা গেছে।
বিশেষ করে সাংস্কৃতিক জগতের বেশ কিছু শিল্পী রাস মহোৎসবে অভিনয় করার কথা উদযাপন সমিতি প্রকাশ করেছে।