মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : আসামের পর কয়লা সিন্ডিকেটে এবার নাম জড়াল পশ্চিমবঙ্গ পুলিশের।
মার্গেরিটা কোল ইন্ডিয়া লিমিটেডের বৈধ কাগজ থাকার পরও আলীপুরদুয়ারে আটকে রাখা হচ্ছে তাদের কয়লা বোঝাই লরি।
এই অভিযোগ উত্তর-পূৰ্বাঞ্চলের কয়লা ক্ষেত্ৰ কোল ইন্ডিয়া লিমিটেডের বৈধ ব্যবসায়ীদের।
তাদের অভিযোগ, ষড়যন্ত্ৰ করে অবৈধ কয়লার লরি ছেড়ে দিলেও তাদের বৈধ কয়লা আটকে রেখে আর্থিক এবং মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বারভিসার বসিরহাট চেকপোস্টে তাদের বৈধ কয়লার প্রায় ২৫টি লরি আটকে রাখা হয়েছে।
এমনকি তাদের কয়লার বৈধ কাগজপত্র পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে গেলে এখন ফিরিয়েও দিচ্ছে না।
কয়লার বৈধ ব্যবসায়ীদের অভিযোগ, আসাম পুলিশের মত পশ্চিমবঙ্গ পুলিশও অবৈধ কয়লার গাড়ী ছেড়ে দিলেও তাদের বৈধ গাড়ি আটকে রেখে হয়রানি করছে।
এদিকে সময় মত কয়লা ডেলিভারি দিতে না পারায় বহিরাজ্যের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কয়লা নিতে অস্বীকার করছে।
এনিয়ে চরম সংকটে পড়েছেন মার্গেরিটা কোল ইণ্ডিয়া লিমিটেডের বৈধ কয়লা ব্যবসায়ীরা।
মার্গেরিটা কোল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজারের অফিসের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করার পরও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।
বৈধ কাগজপত্ৰ থাকার পরও এভাবে অবাঞ্চিত ঘটনার দিকে ঠেলে দেওয়ায় সমস্যায় পড়েছেন মার্গেরিটার বৈধ কয়লা ব্যবসায়ীরা। অন্যদিকে এই ঘটনায় প্ৰমাণ করেছে কয়লার সিণ্ডিকেট আজও অনেকটাই শক্তিশালী।