নিউজ ডেক্স, গণআওয়াজ : স্টেশন ভাষা শহিদ স্মরণ সমিতি তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করবে উনিশের ভাষা শহীদদের।
রবিবার সাংবাদিক সম্মেলন করে তাদের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন স্টেশন ভাষা শহিদ স্মরণ সমিতির সদস্যরা।
সমিতি ভাষা শহীদদের রক্ত ঋন শোধ করতে সরকারিভাবে “ভাষা শহীদ স্টেশন শিলচর” ঘোষনা করে বরাকের ইতিহাসকে সম্মানিত করার জোরালো দাবিও জানায়।
উনিশের ভাষা শহীদ দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সংস্থার কর্মকর্তারা জানান, ১৯৬১, ১৯৭২, ১৯৮৬ ও ১৯৯৬-এর ইতিহাসকে স্মরণীয় করতে উনিশের চেতনায় ষোল, সতেরো, আঠার এবং উনিশ মে তিন দিনের কর্মসূচি নিয়েছে।
এরমধ্যে রয়েছে ঊনিশের মহাপথচলা, দেয়াল এবং পথ আলপনা, গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা, ঊনিশের শহিদ বেদীতে মাল্যদান, শহরজুড়ে সামগ্রীক নীরবতা পালন, তথ্যচিত্র প্রদর্শন, বিকেলে শহিদদের স্মরণে ঘরে ঘরে ১১টি করে প্রদীপ প্রজ্জ্বলন করা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহিদ দিবসের কর্মসূচি সমাপ্তি করা হবে।
বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে ডাঃ রাজীব কর, বাবুল হোড়, ও মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।