পরবর্তি সিদ্ধান্ত নেবে পরিচালন কমিটি
দিপন দাস, কাটিগড়া, ২ ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারও নির্ধারিত নিয়ম অনুসারে মেলা নিলাম হয়ে ছিলো গত শুক্রবার। এতে সর্বাধিক ১৫ লক্ষ ২৫ হাজার টাকা নিলাম হেকে ছিলেন সাতির আলী নামের এক ব্যক্তি।
১৫ লক্ষ টাকা নিলাম ডেকে দ্বিতীয় স্থানে ছিলেন সন্দীপ ভট্টাচার্য্য এবং ১৪ লক্ষ ৭৫ হাজার টাকা ডাক দিয়ে তৃতীয় স্থানে ছিলেন তাপস দাস নামের এক ব্যক্তি।
কিন্তু কোনও অজ্ঞাত কারণে সর্বোচ্চ নিলাম ডাকা সাতির আলী নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা করেন নাই।
তাই কমিটি সিদ্ধান্ত নিয়ে পুনরায় সিদ্ধেশ্বর বারুণী মেলার নিলাম ডাকা হয় বৃহস্পতিবার, এতে মোট ছয় জন ২৫ হাজার টাকা করে আমানত জমা দিয়ে নিলামে অংশ গ্রহণ করেন।
নির্ধারিত নিয়ম অনুসারে কাটিগড়া সার্কেল অফিস প্রাঙ্গণে নিলাম আরম্ভ হলে এতে আশ্চর্য্য ভাবে সর্বোচ্চ দর উঠে মাত্র ৪লক্ষ ৭৫ হাজার টাকা।
কিছুক্ষণ অপেক্ষার পর নিলামের কোনও অগ্রগতি হয়নি। এতে নিলাম সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মেলা কমিটি।
উল্লেখ্য গতবছর ৯লক্ষ ২৫ হাজার টাকা নিলাম হয়েছিল সিদ্ধেশ্বর বারুণী মেলা। নিলাম পর্বে উপস্থিত ছিলেন সার্কল অফিসের জেষ্ঠ করণিক বিমল ধর,মেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সন্দীপ পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁন্দ জৈন, নভেন্দু শেখর নাথ, কমলেন্দু চক্রবর্তী,স্বপন দেব প্রমুখ।