মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : বছরের পর বছর ধরে কয়লা মাফিয়ারা মার্গেরিটার ঐতিহাসিক পাটকাই পর্বত ধ্বংস করার অনেক বিতর্ক রয়েছে।
বারগোলাই, লিডু-ভিত্তিক কয়লা সাম্রাজ্যের তিন মাফিয়া সুনীল গুরুং, বি গণেশ এবং গুবিন চেত্রী।
একসময় কয়লা সিন্ডিকেট শুরু করা এই তিন ব্যক্তিই আজ কয়েক হাজার কোটি টাকার মালিক।
প্রতি রাতে বিপুল পরিমাণ কয়লাবাহী ট্রাক থেকে প্রবেশের নামে গাড়ি প্রতি ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা আদায় করে আসছিল।
শুধু নভেম্বর 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত মারগেরিটা, লিডু এবং টিপং এলাকা থেক 4,000 এরও বেশি অবৈধ কয়লার ট্রাক পার হয়েছে।
এরজন্য আসাম সরকার, কেন্দ্ৰীয় সরকার এবং উত্তরপূর্বাঞ্চল কয়লা ক্ষেত্ৰ কোল ইন্ডিয়া লিমিটেড মার্গেরিটাকে চার হাজার দুইশ আশি কোটি টাকার বৃহৎ রাজস্ব গচ্ছা দিতে হয়েছে।
এই বৃহৎ পরিমাণের অর্থ বড় বড় নেতা, পাতি নেতা, বন বিভাগের কর্মকর্তা, আসাম পুলিশ, বিধায়ক, সংসদ সহ মন্ত্রীর পকেটস্থ হয়েছে।
পুলিশ প্ৰশাসন হেলমেট না থাকলে চেকিং পয়েন্টে জরিমানা করে নিজেদের স্মার্ট পুলিশ জাহির করে।
কিন্তু রাজ্যের এই স্মাৰ্ট পুলিশ এবং প্রশনের নাকের ডগা দিয়েই প্রতিদিন অবৈধ কয়লার গাড়ি পার হয়।
এই গাড়ি ধরার মত কারো কোন ক্ষমতা নেই।
কিন্তু ‘হাতিরও পা পিচলে, ভাল মানুষ কখনো ডুবে না’ এই প্রবাদটিই আজ সত্যি প্রমানিত হল।
আজ সকাল থেকে সিআরপিএফ জওয়ানদের নিয়ে দিল্লী থেকে আসা আয়কর বিভাগের টীম কয়লা মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে।
অগাধ সম্পত্তির মালিক তিন কয়লা মাফিয়ার বারগোলাই ও লিডুর বাড়িতে দিনভর অভিযান চালানো হয়।
সংবাদ লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হয়েছে। তাই মিডিয়া টিম আয়কর বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি।