ব্যুরো রিপোর্ট গণআওয়াজ, রামকৃষ্ণ নগর : দামছড়া ত্রিপুরা পুঞ্জীর পর এবার নিভিয়া লালছড়ায় প্রতিমা ভাংচুর করল দুষ্কৃতিকারীরা।
রবিবার রাতে লালছড়া জিপির রায়গড়ে বনোদুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করে অজ্ঞাত দুষ্কৃতিকারীর দল।
এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ডিএসপি নারায়ণ বড়ো নিভিয়া ওয়াচ পোস্টের এসআইকে সঙ্গে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।
তিনি উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন দুষ্কৃতীদের অতিসত্বর পাকড়াও করে কঠোর শাস্তি দেওয়া হবে।
লালছড়া জিপির সভাপতি সঞ্জয় গোস্বামীও ক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেছেন, বিধায়কের সাথে তাঁর কথা হয়েছে অতিসত্বর মন্দির তৈরি করে প্রতিমা বসানো হবে।
রাতাবাড়ি সমষ্টিতে একের পর এক মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিন্দু জাগরণ মঞ্চ।
মঞ্চের পক্ষে পিন্টু রায় মন্দিরে হামলাকারী সতর্ক বলেন, হিন্দুদের মন্দিরে এভাবে অত্যাচার চললে বসে থাকবেন না হিন্দু জাগরণ মঞ্চ। তিনি দুষ্কৃতিদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া দাবি জানান।