ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, শিলচর : শহিদ কনকলতার জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিলচরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ক্ষুদিরাম মূর্তির সামন থেকে নেতাজি মূর্তি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহিদ কনকলতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শিলচরের বিশিষ্ট নাগরিকরা সহ ছাত্র ছাত্রীরাও অংশ গ্রহণ করেন।
এক সুসজ্জিত টেবোলো সহযোগে শোভাযাত্রা সকাল ৮ টায় শিলচর ক্ষুদিরাম মূর্তির সামন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি হয়ে রাঙ্গিরখাড়ি পৌঁছায়।
শোভাযাত্রার সূচনায় কনকলতার জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন নেতাজী সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার নীহার রঞ্জন পাল।
ভারতের স্বাধীনতা আন্দোলনে ১৯৪২ সনের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন গণ বিক্ষোভের রূপ নিয়েছিল।
এই আন্দোলনে আসামে অনেকেই শহীদ হন।
তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৯৪২ সনের ২০ সেপ্টেম্বর গহপুর থানায় স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলন করতে গিয়ে কনকলতার শহীদ হওয়ার ঘটনা।
কনকলতা শহিদ হয়েছিলেন মাত্র ১৭ বছর ৮ মাস বয়সে। তাঁর আত্মবলিদান সেদিন ভারতের নবপ্ৰজন্মকে উদ্ভুত করেছিল যা আজও জনগণের কাছে প্রেরণা স্বরূপ।