সর্বত্রই নিন্দার ঝড়, দোষীদের গ্রেফতারের দাবিতে মুখর হয়ে উঠেছে বিভিন্ন হিন্দিভাষী সংগঠন
শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, গণ আওয়াজ : চা বাগানের জমি নিয়ে সিংলাছড়া চা বাগানের প্রথম খণ্ড বাস্কালটিলা পার্শ্ববর্তী গ্রামে দু-পক্ষের মধ্যে মারপিটে দুই মহিলা সহ জখম হয়েছিলেন তিন জন।
প্রাপ্ত তথ্য অনুসারে ব্রিটিশ শাসনকাল থেকে ওই গ্রামের চা বাগানের জমিতে চা জনজাতি সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার বসবাস করে আসছে।
কিন্তু বর্তমানে ভিন্ন সম্প্রদায়ের কিছু লোক ওইসব জমি জবর দখল করার চেষ্টা করায় সিংলাছড়া এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
অভিযোগ মতে গত শনিবার বাস্কালটিলা গ্রামের হৃষিকেশ সিনহা, পান্না সিনহা, কোটা সিনহা, মনমোহন সিংহ, দেবেন সিংহ ও রঞ্জন সিংহ হাতে দা লাঠি নিয়ে সিংলাছড়া চা বাগানের প্রথম খণ্ডে লক্ষী ভরের দখলে থাকা বাগানের জমি জবর দখল করার চেষ্টা চালায়।
তারা লক্ষী ভরের জমিতে লাগানো বাঁশের বেড়া উপড়ে ফেলা শুরু করলে লক্ষী এতে আপত্তি জানালে জবর দখলকারীরা লক্ষী ভরকে লাঠি পেটা শুরু করে।
তাঁকে বাঁচাতে তাঁর স্বামী পান্নালাল ভর ও প্রতিবেশী মহিলা রাধিকা চৌহান দৌড়ে যাওয়ায় হামলাকারীরা তাদেরকে ও বেদম মারপিট করে।
পরে স্থানীয় লোকজন এসে গুরুতর জখম লক্ষী ভর ও তাঁর স্বামী পান্নালাল ভর সহ প্রতিবেশী মহিলা রাধিকা চৌহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ নিয়ে রাতাবাড়ি থানায় লক্ষী ও পান্নালালের তরফে হৃষিকেশ সিনহা, পান্না সিনহা, কোটা সিনহা, মনমোহন সিংহ, দেবেন সিংহ ও রঞ্জন সিংহ সহ অন্যান্যদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
কিন্তু মামলা দায়ের করার পর ও পুলিশ অভিযুক্তদের আজ পর্যন্ত গ্রেফতার করেনি। এনিয়ে সিংলাছড়া প্রথম খণ্ডের ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতিবাদী মানুষ দলবদ্ধভাবে রামকৃষ্ণনগরের সার্কল অফিসার সতীশ প্রসাদ গুপ্তার সঙ্গে দেখা করে দোষীদের গ্রেফতার ও এলাকার চা বাগান সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে কয়েকজন উদণ্ড পুরুষ মিলে এক মহিলাকে লাঠি পেটা করার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় সর্বত্রই নিন্দার ঝড় বইছে। দোষীদের গ্রেফতারের দাবিতে মুখর হয়েছেন বিভিন্ন হিন্দি ভাষী সংগঠনের কর্মকর্তারা।