নিউজ ডেক্স, গণআওয়াজ : মানবিকতা এখনও যে একেবারে মরে যায়নি তার এক উদাহরণ হলেন যুবপ্রজন্মের উদ্যোমি ব্যবাসায়ি বিপ্লব দাস।
বন্যায় যখন বড়খলার বিভিন্ন প্রান্তের মানুষ গৃহহারা হয়ে ত্রান শিবিরে আশ্রয় নেন, তখন কেউ তাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি।
মন্ত্রী-বিধায়ক, সাংসদ এমনকি তাদের চ্যালারাও ন্যুনতম মানবিক কারনে বন্যার্তদের খোঁজখবর করেননি।
কিন্তু এই খবর পেয়ে ডলু কালিনগরের বাসিন্দা সমাজসেবী মান্না দাস সহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ছুটে যান যুবপ্রজন্মের এই উদ্যোমি ব্যবসায়ী বিপ্লব দাস।
কালিনগর লায়কালি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা বাজারের রাজা গোবিন্দ চন্দ্র মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয় গিয়ে বন্যাক্রান্ত শরণার্থীদের খোঁজখবর নেন এবং তালিকা তৈরি করেন।
পরে ছেচরি জিপির উজান গ্রামের আব্দুল মোছাবির মধ্যভঙ্গ বিদ্যালয়, চিত্রাসাঙ্গন, রাণীবাড়ী গ্রাম, বদরপুর মাছিমপুর জিপির কুকিলপুর পাঠশালায় আশ্রয় নেওয়া শরণার্থীদের খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করেন।
এছাড়াও নৌকা করে বিভিন্ন জলবন্দি গ্রাম পরিদর্শন করে বন্যাআক্রান্তদের খোঁজখবর নেন।
পরে নিজের পকেটের টাকা খরচ করে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে শিবিরে শিবিরে গিয়ে নিজের হাতে বন্যার্তদের তুলে দেন।
বিপ্লবের এই দান হাতে নিয়ে অনেকেই তাকে আশীর্বাদ করেন এবং জানান, একমাত্র তিনি ছাড়া আর কেউই তাদের খোঁজখবর নিতে আসেনি।
উল্লেখ্য যে, বিপ্লব তারাপুর শিববাড়ী রোডের বাসিন্দা, বড়খলার ডলু কালিনগরে একটি ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নিয়েছেন।
আগামী মাসে তাঁর এই ইন্ডাস্ট্রি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
এই সুত্রে তিনি বিভিন্ন সময় বড়খলার মানুষের শোকে দুঃখে পাশে দাঁড়ান। এর আগেও তিনি বিকলাঙ্গ সহ অনেক গরীব দুখী মানুষের পাশে দাঁড়িয়েছেন।
কিন্তু কখনও তাকে প্রচার মাধ্যমে নিজের বাহবা কুড়াতে দেখা জাননি।
কিন্তু তাঁর এই নিরলস প্রচেষ্টা প্রচারমাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য হল, যারা মানুষকে লুণ্ঠন করে যারা কোটি কোটি বিছানার নীচে লুকিয়ে রেখে ঘুমাচ্ছেন তাদের মানুষিকতার যদি কিছুটা পরিবর্তন হয়।
মানুষের শোকে-দুঃখে পাশে দাঁড়ানোর উৎসাহ যোগানো যায় তাহলে হারিয়ে যাওয়া সেই মানবতাবোধ সমাজ ব্যবস্থায় ফের প্রতিষ্ঠিত হতে পারে।
কালিনগর পার্ট ওয়ানের মানুষের আহবানে সাড়া দিয়ে বিপ্লব সনাতনীদের শত বছরের পুরনো একটি শিব মন্দিরকেও নতুন করে গড়ে তুলার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন। এই মন্দির আগামী বছরের শিবরাত্রির আগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিপ্লব দাস।