ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, ধলাই : বিশুদ্ধ পানীয়জল এবং রাস্তা, দু’টিই নাগরিক জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য।
কিন্তু রাস্তা নির্মান করতে গিয়ে জলের পাইপলাইন গুঁড়িয়ে দেওয়া মোটেই সমর্থনযোগ্য নয়।
কিন্তু এরকমই ঘটনা ঘটেছে দক্ষিণ ধলাইর চান্নিঘাট জিপির নয় নম্বর গ্রুপ এলাকায়।
ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মান করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন গুঁড়িয়ে দিয়েছেন।
ঠিকাদারের এ ধরনের কর্মকান্ডে প্রায় বছর খানেক ধরে বিশুদ্ধ পানীয়জলের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এলাকার জনগন।
রবিবার গ্রামের বাসিন্দারা এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সুনিতী রানী রায়, রতনু রায়, রূপন চৌধুরী, রেনুপ্রভা রায়, সুশান্তি চৌধুরী, মনিমালা রায়, সঞ্জিত রায় সহ প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কররা জানিয়েছেন, এগারো মাস থেকে তারা পানীয় জল থেকে বঞ্চিত।
এলাকায় একটি সিসি ব্লকের রাস্তা নির্মান করতে গিয়ে ঠিকেদার জল সরবরাহের পাইপলাইন গুড়িয়ে দেন।
এনিয়ে অনেক দৌড়ঝাঁপ করার পর প্রায় তিন মাস আগে ফের পাইপ লাইন বসানো হয়।
কিন্তু আজ পর্যন্ত একফোঁটা জল মিলছে না।
এনিয়ে তারা ঠিকেদার খলিল, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না।
বিশুদ্ধ পানীয়জল সরবরাহের দাবিতে এদিন জনগন স্লোগানে এলাকা উত্তপ্ত করে তুলেন।
তারা অতিসত্তর তাদের এলাকায় পানীয়জল সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকি দেন। প্রয়োজনে মামলাও করবেন বলে জানান।