হিবজুর রহমান বরভুইয়া : কিছুটা স্বস্তি এল শহরবাসীর মনে। শিলচরে একরাতের মধ্যে গ্রেফতার করা হল সতেরটি চোর।
মাস খানেক থেকে চোরের তান্ডবে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল শহরবাসীর। প্রায় প্রতি রাতেই শহরে চুরি কান্ড সংঘটিত হচ্ছিল।
পুলিশকে বারবার অভিযোগ জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি।
শহরের রংপুর, তারাপুর, মালুগ্রাম, মধ্য শহর, বৃহত্তর কলেজ রোড এলাকা সহ নিউ শিলচর এলাকার মানুষ চুরের তাণ্ডবের প্রতিবাদে বিভিন্ন সময় সোচ্চার হন।
এমনকি মঙ্গলবার কাছাড় জেলা কংগ্রেস এ নিয়ে পুলিশের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক পত্র তুলে দেয়।
এরপরই নড়েচড়ে বসে কাছাড় পুলিশ। পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের পাঁচটি দল মঙ্গলবার রাতে গোটা শহরে অভিযান চালায়।
এই অভিযানে পুলিশের জালে ধরা পড়ে ১৭ চোর। এটা প্রমান করেছে পুলিশ ইচ্ছা করলে আরও আগেই চোরদের গ্রেফতার করতে পারত।
কিন্তু কোন অদৃশ্য কারনে এতদিন গ্রেফতার করা হয়নি। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত চোরদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর পেছনে বহিরাজ্যের বা জেলার বাইরে কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।