নিউজ ডেক্স, গণআওয়াজ : সাংবাদিক সংগঠন জাফা-র ২০২৩-২৪ সালের সাংবাদিকতায় রাজ্য স্তরে ২১ জন পুরস্কার প্রাপকদের মধ্যে বরাকের রয়েছেন ৩ জন।
এরমধ্যে রয়েছেন শিলচর থেকে সুজিত কুমার চন্দ, করিমগঞ্জের জুলি দাস এবং ধলাইর এনামুল করিম লস্কর।
সুজিত চন্দকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ফর আসাম-এর কেন্দ্রীয় কমিটি এই পুরস্কারের জন্য মনোনীত করে।
জুলি দাস এবং এনামুল কবির লস্করের নাম সুপারিশ করে পাঠান সুজিত চন্দ।
দিসপুর লাস্ট গেটের নিকটবর্তী পূর্ত দপ্তরের ট্রেনিং হলে গত ৬ জানুয়ারি বিশিষ্টজনদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী অতুল বরা, সাংসদ নব শরনিয়া, অসম সাহিত্য সভার সভাপতি ড০ সূর্যকান্ত হাজারিকা, দৈনিক জনমভুমির সম্পাদক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর সংগঠনের সভাপতি অভিদ্বিপ চৌধুরীর স্বাগত ভাষণের মাধ্যমে সভা শুরু হয়।
২১জন পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যান্যরা হলেন- ধ্ৰুবজ্যোতি শৰ্মা (দৈনিক গণ অধিকার, দরং), ভীস্ম সরকার (পাব্লিক নিউজ এন ই, কোকরাঝার), হরেকৃষ্ণ বেপারি (এন ডি ২৪, গোলকগোঞ্জ), ফারহাদ আহমেদ (নিউজ লাইভ, মানকাচড়), হিরকজ্যোতি মেধি (নিউজ লাইভ, বাসুগাও), বর্ষা কাশ্যপ (প্ৰথম খবর, নলবারি), মুচুখা ব্ৰহ্ম (বডোচা পানবাড়ী, চিরাং), হেমন্ত কুমার নাথ (নিউজ ১৮, শোণিতপুর), দেবজ্যোতি বরা (দৈনিক জনমভূমি, ডিফু), রাণ রংপি (কাৰ্বি নিউজ ডেইলি, ডিফু), হরেন বরা (প্ৰাগ নিউজ, বিহপুরিয়া), নিরঞ্জন রায় (নিউজ লাইভ ভিডিও সাংবাদিক, বঙাইগাঁও), মনোয়ার হুসেন (প্ৰথম খবৰ, যোগীঘোপা), মহেন রংপি (নিউজ ফাষ্ট কাৰ্বি আংলং), নিরেন চন্দ্ৰ মালী (দৈনিক অগ্ৰদূত, পলাশবাড়ী এবং মৃদুল প্ৰতীম ডেকা (ডি ওয়াই ৩৬৫, হাজো)।
এছাড়াও অন্যান্য বিভাগেও এদিন পুরস্কৃত করা হয়। উল্লেখ্য যে, সমাজের স্বার্থে সাংবাদিকদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি এবং উৎসাহিত করতে জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ফর আসাম (জাফা) প্রতিবছর এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।