রূপক নাথ, মোহনপুর ৩ অক্টোবর : প্রতি বছরের মতো এবার প্রায় ১০লক্ষ টাকার বাজেটের মধ্যে দিয়ে বিশাল আকারের শ্রীশ্রী জগদ্ধাত্রী কালী পুজো আয়োজন করা হয়েছে।
বিহাড়া বাজার কালীমন্দীরে গত ২ নভেম্বর সন্ধ্যায় চার চার জন ব্রাহ্মণ দ্বারা পূজা অর্চনার শুভারম্ব করা হয়েছে।
এ দিন সন্ধ্যায় ধর্মীয় রিতি-নিতির মধ্যে দিয়ে বৈদিক শাস্ত্র মতে যথা সময়ে পূজা শুরু করেন চার চার জন ব্রাহ্মণ। সন্ধ্যা থেকে শুরু করে ভোর ৩-৩০ মিনিট পর্য্যন্ত চলতে থাকে জগদ্ধাত্রী কালী পুজো।
পরের দিন অথৎ ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে পূণরায় শুরু হয় শ্রীশ্রী হরিনারায়নের পূজা।
অসংখ্য ভক্তদের সমাবেশের মধ্যে দিয়ে চলে পূজার্চনা। দুপুর ২টায় হরিনারায়নের পূজা সমাপ্ত হয়। এদিনের পূজায় মন্দির চত্বর ছিল অসংখ্য দর্শনাথরী ভিড়ে ঠাসা। প্রায় সাত থেকে আট হাজার দর্শক এর উপস্থিতি দেখা গেছে।
৩ নভেম্বর সন্ধ্যায় ছিল বিভিন্ন ধরনের নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও মন্দির প্রাঙ্গণে সাজিয়ে তুলা হয়েছে কচি কাচাদের জন্য বিশেষ পার্ক এর ব্যবস্থা। এদিনের পূজার্চনায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, কালীমন্দীর কমিটির সভাপতি দেবু ঘোষ, সম্পাদক রাজেশ রায় এবং কমিটির উপদেষ্টা নিভাষ দাস প্রমুখ।