মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : নেপালে আন্তঃরাষ্ট্রীয় ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুনাম অর্জন করলেন মার্গেরিটার কন্যা রাজী থাপা।
লেখাপানি বোমগাড়ার বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী পরশুরাম থাপার কন্যা রাজী সপ্তম শ্রেণির ছাত্রী।
এই প্রতিযোগিতায়র জন্য ৬ ও ৭ জানুয়ারী গুয়াহাটিতে দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ওপেন কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় রাজী চতুর্থ স্থান দখল করে এই যোগ্যতা অর্জন করেন।
রাজী নেপালে অনুষ্ঠিত হতে চলা আন্তঃরাষ্ট্রীয় ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করায় তার এলাকার জনমানসে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
মার্গেরিটার লেখাপানি নিজের বাসভবনে রাজী সাংবাদিকদের বলেন, তিনি শৈশব থেকেই মার্শাল আর্ট শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন।
রাজী বলেন, এই উৎসাহ তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন।
উল্লেখ্য যে রাজীর বাবা একজন প্রাক্তন সেনা এবং ক্যারাটে ব্ল্যাক বেল্ট। আন্তর্জাতিক ক্যারাটে খেলোয়াড় বিক্রম ডাঙের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে রজি প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত ক্যারাটে টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন।