প্রীতম কুমার নাথ, গনআওয়াজ ধলাই : শ্যামাপ্রসাদ মূখাৰ্জী ফুটবল টুর্নামেন্টে রেফারীর সাথে অশালীন আচরন! তীব্র প্রতিবাদে মাঠ পালাল আর্জানপুর এফসি
পালংঘাট মাতাসংঘ আয়োজিত শ্যামাপ্রসাদ মূখাৰ্জী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় দুই শূন্য গোলে জয়ী হল আরডিএক্স এফসি।
আর্জানপুর এফসির খেলোয়াড়রা খেলার শুরু থেকেই নিয়ম ভেঙে গায়ের জোরে খেলা জয়ের চেষ্টা চালান।
কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ করে খেলার প্রথমার্ধে আরডিএক্স এফি এক গোলে এগিয়ে যায়।
পড়ে দ্বিতিয়ার্ধের খেলার কয়েক মিনিটের মাথায় আরডিএক্স এফসি আরও একটি গোল করে নিজেদের দলকে দুই শূন্য গোলে এগিয়ে রাখে।
এতেই আর্জানপুর এফসির ছয় নং জার্সি খেলোয়াড় বিমর্ষ হয়ে পড়েন, এরজন্য তাঁকে দুবার হলুদ কার্ড দেখতে হয়েছে।
দ্বিতীয় গোলের পর আরও একবার ফাউল করেন ছয় নং জার্সির এই খেলোয়াড়। এমনকি রেফারীর সাথেও অভব্য আচরন শুরু করেন আর্জানপুর এফসির খেলোয়াড়রা।
রেফারীর সাথে আর্জানপুর এফসির খেলোয়াড়দের এই অশালীন আচরণের তীব্র বিরোধিতা করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।
এদিকে আর্জানপুর এফসি নিজেদের পরাজয় মানতে না পেরে মাঠ ছেড়ে চলে যায়। অবশেষে বাধ্য হয়ে রেফারী খেলার শেষ বাঁশী বাজান ও আরডিএক্স এফসিকে বিজয়ী ঘোষনা করেন।