বড়খলায় সেডো ও নেহেরু যুবকেন্দ্রেরের যৌথ উদ্যোগে পালিত হবে জাতীয় যুব দিবস

Spread the love

গণআওয়াজ প্রতিনিধি : বড়খলায় ১২ জানুয়ারি সেডো ও নেহেরু যুব কেন্দ্র শিলচরের যৌথ ব্যবস্থাপনায় জাঁকজোমকে উদযাপন করা হবে জাতীয় যুব দিবস।

স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিবস উপলক্ষে সারাদেশের সঙ্গেঁ সংগতি রেখে যুবদিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সেডো।

এদিন সকালে স্বামীবিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য প্রভাতফেরী বের করা হবে।

স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন এনজিও, এনআরএলএম সহ স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রভাতফেরী বড়খলার প্রধান সড়ক পরিক্রমা করবে।

এছাড়াও সকাল ১১টায় স্বামীজীর জীবনাআদর্শ ও জাতীয় যুব দিবস নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ প্রশাসনিক ব্যক্তিবর্গরা।

এদিন বিভিন্ন প্রদর্শনী সহ সাংস্কৃতিক অনুষ্টান থাকবে।

এক কথায় সাড়া দিনব্যাপিয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস।

সেডোর সম্পাদক অজিত দাস জানিয়েছেন, সেডো বিদ্যানিকতনের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়ায় অশংগ্রহণকারি প্রতিযোগীদের হাতে পুরুস্কার বিতরণ হবে।

অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন, অমৃত চক্রবর্তী, বিষ্ণু দেব, রুউজী দে, শুভ্র মালাকার, বিশ্বদ্বীপ সাউ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token