গণআওয়াজ প্রতিনিধি : সমাজে জনসংযোগ বাড়াতে ভাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হল সিবিক একশ্যান পোগ্রাম!
পিছিয়ে থাকা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন ধরণের সাহায্যকারী সামগ্রী!
দেশের সীমান্ত সুরক্ষার সাথে সমাজের পিছিয়ে থাকা বর্ডার এলাকার হত দরিদ্র লোকদের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন বিএসএফ জোয়ানরা!
এই উদ্দেশ্যে আজ ভাঙ্গা মাসলী বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিবিক একশ্যান প্রগ্রাম!
এতে অংশ নেন ভাঙ্গা ১৭০ বিএসএফ ব্যাটেলিয়ানের সিনিয়র কমাণ্ডার বিপিন কুমার যাদব, সেকেন্ড কমাণ্ডার সুমন শাহ, ইন্সপেক্টর জায়াসবীন্দ্রর সিং সহ নন্দপুর কে সি স্কুলের সভাপতি বিধূ ভূষন দত্ত, সমাজ কর্মী মুন্নী ছেত্রী সহ অন্যান্যরা।
এই পোগ্রামের মূখ্য উদ্দেশ্য ছিলো বর্ডার এলাকার মানুষের সাথে জনসংযোগ স্থাপন করে সীমান্তের সুরক্ষার সাথে পিছিয়ে থাকা মানুষের জন্য সমানভাবে কাজ করা।
এদিন ভাঙ্গা এলাকার বিভিন্ন স্কুলের দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষা এবং খেলাধুলায় এগিয়ে দেওয়ার লক্ষ্যে ভাঙ্গা বিএসএফ ক্যাম্পের তরফ থেকে স্কুল ব্যাগ, জলের ফিল্টার, ফুটবল, ক্যারেম বোডসহ নানান ধরণের জিনিস পত্র বিতরণ করা হয়!
এলাকার ভিডিপি কর্মীদেরকে ছাতাসহ লাইফ জ্যাকেট বিতরণ করা হয়!
ভাঙ্গা এলাকার দুইজন দরিদ্র পরিবারের মহিলাকে আন্তনির্ভর করার জন্য দেওয়া হয় সেলাই মেসিন।
বিধূ ভূষন দত্ত এলাকার বেকার যুবক যুবতীদের আন্তনির্ভর করে তুলতে বিএসএফের তরফ থেকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের শারীরিক প্রশিক্ষণ শিবির আয়োজনের প্রস্তাব দেন।
ভিডিপি এনাম উদ্দিন এলাকার সংকীর্ণ অঞ্চলগুলিতে রাস্তায় স্টীট লাইটের ব্যবস্থার জন্য দাবী জানান।
মুন্নী ছেত্রী বিভিন্ন স্কুল কলেজ আসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন বিতরণ করা সামগ্রীগুলি যাতে সঠিকভাবে হত দরিদ্র ও বঞ্চিত মানুষের কাছেই পৌঁছায়। এদিন ভাঙ্গা বিএসএফ ১৭০ ব্যাটেলিয়ানের সিনিয়র কমাণ্ডার বিপিন কুমার যাদব অংশ গ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।