নিউজ ডেক্স, গণআওয়াজ : অযোধ্যার রামমন্দিরের উদ্ধোধনী উপলক্ষে ২২ জানুয়ারি শিলচরের ঐতিহ্যবাহী অম্বিকেশর শিব মন্দিরে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির আয়োজন করা হয়েছে।
দেবারুন সেনগুপ্ত জানিয়েছেন, দীর্ঘ পাঁচশত বছরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির স্থাপনের জন্য প্রচুর সাধু-সন্ন্যাসী জীবন উৎসর্গ করেছেন।
এদিন তাঁদেরকে অম্বিকেশ্বর শিব মন্দিরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি আরো বলেন, ২০ জানুয়ারি ভোর পাঁচ টায় ইন্ডিয়া ক্লাবের পয়েন্ট থেকে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরী বের হবে এবং সমাপ্ত হবে অম্বিকাশ্বর শিব মন্দিরে এসে।
২২ জানুয়ারি সকালে শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর চলবে হনুমান চালিশা পাঠ, রামচরিত পাঠ, শ্রীরামের নামে সন্ধ্যারতি এবং ১০৮টি প্রদীপ প্রজ্বলন সহ মহাপ্রসাদ বিতরন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বজিৎ দেব, জয়প্রকাশ কুর্মী সহ মৃদুল রায়, জয় দেব, বাপি পাল, দেবাশিস পুরকায়স্থ এবং অন্যান্যরা।