কলকাতা নিউ টাউনে ‘মেঘ বিহার’ আবাসনে সিলেটের রীতি-নীতিতে উদ্বোধন হল মন্দির   

Spread the love

বিপ্লজিৎ দেব : কলকাতা নিউ টাউনে ‘মেঘ বিহার’ আবাসনে সম্পূর্ণ সিলেটের রীতি-নীতি বজায় রেখে উদ্বোধন হল নবনির্মিত মন্দির।

অযোধ্যার ঐতিহাসিক রাম লালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাথে সংগতি রেখে ‘মেঘ বিহার’ আবাসনে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে নবনির্মিত কালীমন্দিরের উদ্বোধন করা হয়।

উল্লেখযোগ্য যে, মেঘবিহার আবাসনের প্রতিজন বাসিন্দা সিলেটি সম্প্রদায়ের এবং মেঘালয়ের শিলং থেকে আগত।

তাই মেঘালয়ের নামের সঙ্গে সংগতি রেখে আবাসনের নামকরন করা হয় ‘মেঘ বিহার’।

তাছাড়া এই আবাসনের বিভিন্ন কক্ষের নাম শিলং শহরের বিভিন্ন জায়গার নামে নামকরণ করা হয়েছে, যেমন- অকল্যান্ড, মপপ্রেম, লাইমুখরা ইত্যাদি।

তাই উক্ত মন্দির উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণ সিলেটিদের নিয়ম-নীতি তথা সিলেটের ঐতিহ্যকে ধরে রাখার এক প্রয়াস হিসেবে করা হয়।

উক্ত মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে গঙ্গা আহবান করে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করতে দেখা যায়।

মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন মেঘালয়ের প্রাক্তন বিধায়ক তথা শিলং থেকে বহুল প্রচারিত ইংরেজি দৈনিক শিলং টাইমসের স্বত্বাধিকারী মানুষ চৌধুরী।

তাছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। যদিও তিনি পরে দিল্লী চলে গেছেন। বর্তমানে উক্ত মন্দিরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token