নেতাজীর জন্মবার্ষিকীতে কৈলাশহরে বিএসএফ ব্যাটেলিয়ানের স্বাস্থ্য শিবির

Spread the love

কৈলাশহর প্রতিনিধি, গণআওয়াজ : বিএসএফ-এর ১৯৯ নং ব্যাটেলিয়ানে উদ্যোগে আজ কৈলাশহর জামতৈলবাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। 

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে এদিন বিএসএফ-এর ১৯৯ নং ব্যাটেলিয়ান এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।

এছাড়াও বিএসএফ এদিন ভলিবল খেলা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে।

জামতৈলবাড়ি, ছাগলডেমা ও হালাইছড়া তিনটি গ্রাম পঞ্চায়েতকে নিয়েই আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবির।

উপস্থিত ছিলেন বিএসএফ-এর পানিসাগর সেক্টরের ডিআইজি এমপি সিং, বিশিষ্ট সমাজসেবী সিংচুন হালাম সহ অনেক-ই।  

এলাকার প্রচুরসংখ্যক জনসাধারণ এই বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেছেন।

এরপর ছাত্রছাত্রীরাদের মধ্যেও বিতরণ করা হয় পড়াশুনার সামগ্রী। এদিন বিএসএফ-এর 199 নং ব্যাটালিয়ানের জোয়ান এবং হালামবাড়ির মধ্যে ভলিবল খেলা  অনুষ্ঠিত হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token