লংকায় ১৯৯২ সালের নিহত হিন্দু বাঙালিদের স্মরন করল বাঙালি যুব ছাত্র ফেডারেশন

Spread the love

বিপ্লজিৎ দেব, লংকা : অযোধ্যায় আজ মহা সমারোহে হচ্ছে রাম লালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, দেশ ব্যাপী চলছে রাম ভজন।

এই সময়ে আজ সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন স্মরন করল ১৯৯২ সালের নিহত নিরীহ হিন্দু বাঙালিদের।

লঙ্কা শহরের নগাঁও রোডের নেতাজী মূর্তির সামনে সংগঠনের কর্মকর্তারা নিহত হিন্দু বাঙ্গালীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাদের স্মরন করেছে।

দীর্ঘ পাচশত বছর পর ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মুঘল আধিপত্যের অবসান ঘটিয়ে রাম মন্দির প্রতিষ্ঠায় বাবরি মসজিদের গম্ভোজ ভেঙ্গে ফেলা হয়।

প্রতিক্রিয়ায় টার্গেট করা হয়েছিল হিন্দু বাঙালিদের।

হোজাই জেলার ডবকা, হাইলাকান্দি, করিমগঞ্জ সহ আসামের বিভিন্ন জেলায় সেদিন হত্যা করা হয় নিরীহ হিন্দু বাঙালিদের।

আজ এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে সহ অন্যান্য কর্মকর্তারা।

দীপক দে এদিন বলেন, যাদের রক্তের বিনিময়ে আজ অযোধ্যায় মহা সমারোহে ঐতিহাসিক রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাদের স্মরণ করতে আমরা ভুলে গেছি।

আজ পর্যন্ত সেই নিহতদের পরিবারের লোকজন সুবিচার পাননি।

এমনকি, নিরীহদের হত্যাকাণ্ডে জড়িতদের অনুসন্ধানে যে পাঠক কমিশন গঠন করা হয় তার কোন রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। তিনি অতিসত্বর সেই পাঠক কমিশনের রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে বর্তমান আসাম সরকারের কাছে দাবী জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token