ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, হাইলাকান্দি : হাইলাকান্দি হজভবন চালু ও হজ্জ্ব কমিটি পুনর্গঠনের দাবিতে আজ অসম জাতিয়তাবাদী যুব ছাত্র পরিষদ তিন ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেছে।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কররের নেতৃত্বে জেলা এবং বিভিন্ন আঞ্চলিক সমিতির কর্মকর্তারা এই অংশ নেন।
হাইলাকান্দি জেলা হজ্জ্ব কমিটি হায় হায়, হাইলাকান্দি হজ্জ্ব কমিটি পুনর্গঠন করতে হবে, হাইলাকান্দি হজ্জ্ব ভবন নিয়ে রাজনীতি বন্ধ করুন ইত্যাদি স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন সমিতির কর্মকর্তারা।
কবির প্রশ্ন তুলেন, দীর্ঘদিন ধরে হাইলাকান্দি হজ্জ্ব ভবন কেন বন্ধ করে রাখা হয়েছে, এর পেছনে কি রহস্য রয়েছে?
শীঘ্রই যদি হাইলাকান্দি হজ্জ্ব ভবন চালু এবং জেলা হজ্জ্ব কমিটি পুনর্গঠন করা না হয় তাহলে এজেওয়াইসিপি আগামী দিনে আরও ভয়াবহ আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন।
এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমদ মজুমদার, সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সিরাজুল ইসলাম লস্কর সহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তারা।