নিউজ ডেক্স, গণআওয়াজ : আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার শিলান্যাস হবে বহু প্রতীক্ষিত শিলঘাট ব্রিজের।
তাই মূখ্যমন্ত্রী ও লক্ষীপুরের বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেতু নির্মাণের অন্যতম দাবিদার ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরি।
তিনি এক ভিডিও বার্তায় এলাকাবাসীর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যতম ভূমিকা পালনকারী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই-এর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
গোবিন্দপুরি জানিয়েছেন, তিনি বিগত কংগ্রেস সরকারের মূখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে সাক্ষাৎ করে বহুবার এই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও জেলাশাসক মারফত স্বারকপত্র প্রেরণ করা হয়। বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শিলঘাট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।
মাওলানা সায়ীদ বলেন, বৃহত্তর রূপাইবালি, কাপ্তানপুর, শিবপুর, সিঙ্গীরবন্দ, বিন্নাকানদী সহ পূর্ব কাছাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই বরাক সেতু।
এই সেতু নির্মাণের ফলে পূর্ব কাছাড়ের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে, এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। বরাকের জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নতি সহ এলাকার জ্বলন্ত সমস্যা নিয়ে মূখ্যমন্ত্রী সাথে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরি।