মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : চব্বিশের লোকসভা নিৰ্বাচনে আম আদমী পাৰ্টি ডিব্ৰুগড়ে মনোজ ধানোয়ারকে প্রার্থী করায় মার্গেরিটায় দলীয় কৰ্মীরা উল্লাস প্রকাশ করেছেন।
উল্লখ্য যে আসামের তিনটি লোকসভা কেন্দ্রে আম আদমী তাদের পার্থী ঘোষণা করেছে। এরমধ্যে ডিব্ৰুগড় আসনে দলের মনোনয়ন পেয়েছেন মনোজ ধানোয়ার।
আম আদমী পাৰ্টি মার্গেরিটার ইনচাৰ্জ রূপম ঘোষ জানিয়েছেন, মনোজ ধনোয়ারকে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি থেকে প্রার্থী করায় আমরা অতি উৎসাহিত।
তিনি জানান ৮৩ নং মার্গেরিটা বিধানসভা সমষ্টিতে আম আদমী পাৰ্টির সাত হাজারের বেশি সক্ৰিয় সদস্য রয়েছেন।
যারা দলের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।
ইনচাৰ্জ রূপম বলেন, আম আদমী পাৰ্টির মুল উদ্দেশ্য হচ্ছে দুৰ্নীতি মুক্ত সরকার, সুশিক্ষা, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা, বেকারদের নিযুক্তির ব্যবস্থা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্ৰণ করা।
ডিব্ৰুগড়র লোকসভার অধীনে মার্গেরিটা, ডিগবয়, মাকুম, তিনসুকীয়া, চাবুয়া, লাহোয়াল, ডিব্ৰুগড়, খোয়াং, দুলিয়াজান, টিংখোং এবং নাহরকাটীয়া মোট ১১টি বিধানসভা সমষ্টি রয়েছে।