ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ, ধলাই : মূখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে চলছে সুদ খোরদের বিরুদ্ধে অভিযান।
শনিবার ধলাই থানা এলাকায় সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালিছে পুলিশ।
রাজনগর গাঁও পঞ্চায়েতের বিদ্যারতনপুর থেকে রাজনারায়ন গোয়ালা নামের এক সুদ খোরকে গ্রেফতার করে পুলিশ।
রাজনারায়ণ কাপড়ের ব্যবসার আড়ালে অবৈধ সুদের ব্যবসা চালিয়ে আসছিল।
জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার দেবীপুর প্রথম খন্ড গ্রামেও অভিযান চালানো হয়, এখানে মৃন্ময় কান্তি দাস নামের এক সুদখোরকে গ্রেফতার করা হয়।
মৃন্ময় হার্ডওয়ারের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে সুদের ব্যবসা চালাচ্ছিল।
এছাড়াও এদিন জীবনগ্রাম জারুলতলা থেকে সন্তোষ কুমার দাস নামে আরও এক সুদ খোরকে গ্রেফতার করা হয়।
সন্তোষ গালামাল ব্যবসার পাশাপাশি অবৈধ সুদের ব্যবসার সাথেও জড়িত বলে অভিযোগ।
তাদের বিরুদ্ধে ৩৮/২৪ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বরুয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ অর্থ লগ্নিকারি ও সুদখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।