বিজেপি যুব নেতার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি!!
গণআওয়াজ প্রতিনিধির রিপোর্ট : দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রথিশ দাস।
প্রায় ২ বছর আগে বিজেপির সোনাই যুবমোর্চার সভাপতি রিঙ্কু দাস ভাড়া নিয়ে ফাস্টফুডের ব্যবসা খোলে।
এবার দোকানটি নিজের দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এই অভিযোগ দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রথিশ দাসের।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাট্টার জমিতে এধরণের জবরদখলের অপচেষ্টা কোনো অবস্থায় মেনে নেবেন না তিনি, শীঘ্রই আইনের দ্বারস্থ হবে।
এছাড়াও তার অভিযোগ, সোনাই বিজেপির শীর্ষ নেতাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করলেও কেউই কর্ণপাত করেননি।
উল্লেখ্য যে দু’জনই গেরুয়া দলের সক্রিয় কর্মী।
তাদের অন্তর্কোন্দল ভাঙাতে যদি আইনের প্রয়োজন হয় তবে দলীয় রীতিনীতি কোথায়? এছাড়া দলে কোন অনুশাসন নেই নাকি? এমন প্রশ্ন উঠেছে সাধারণ মহলে!
এছাড়াও রিঙ্কুর ফাস্টফুড দোকানের পাশেই রয়েছে শনি মন্দির, আবার এই দোকানেই নাকি বিক্রি হয় অবৈধ মদ –গাঁজা।
সন্ধ্যার পর চলে নানান অসামাজিক কার্যকলাপ। তাই শীঘ্রই রিঙ্কুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিজেপি সহ সোনাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নিশিথ।