আব্দুর রহমান, নিলাম্বাজার : মুসলিম বিবাহ আইন বাতিলকে পুর্ণ সমর্থন জানালেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান।
১৯৩৫ সালের এই আইন বাতিল করায় রাজ্যর মুসলিম সমাজ যখন হতাশ সেই সময়ে সরকারের এই সিদ্ধান্তকে তিনি পুর্ণ সমর্থন এবং অভিনন্দনও জানিয়েছেন।
নিলামবাজারে অগপ দলের কর্মী সভায় প্রাক্তন বিধায়ক তথা দলের কেন্দ্রীয় সম্পাদক আজিজ আহমেদ খান বলেন, বিজেপি সরকারের আমলে মুসলিম মহিলারা পুর্ণ স্বাধীনতা পেয়েছে।
বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
তিনি বলেন, মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন আইনে মেয়েদের বিয়ে করানোর অধিকার ছিল কাজিদের। বিবাহের সার্টিফিকেট ও তালাকের সার্টিফিকেটও জারি করতেন তারা।
এই সুযোগে বিভিন্ন কাজি টাকার লোভে অপ্রাপ্তবয়স্ক পুরুষ-মহিলার বিয়ে দিয়ে দিতেন।
কেবল তাই নয়, কাজিরা তালাকের সার্টিফিকেট দিলে সংশ্লিস্ট মহিলার কিছুই জুটতো না। কিন্তু আদালতে তালাক দেওয়া স্বামীদের কাছ থেকে খোরপোষ পাবেন ওই মহিলারা।
কাজিদের নিয়মের বাইরে অধিকার আদায় করতে গিয়ে যুগ যুগ অত্যাচারীত হয়েছেন মুসলিম মহিলারা।
তাই এসব থেকে মুসলিম মহিলাদের মুক্ত করতে মুখ্যমন্ত্রী সাহসিকতার সঙ্গে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্ত আইন বাতিল করতে সক্ষম হয়েছেন। সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থনে এগিয়ে আসার আহবান জানান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান।