ব্যুরো রিপোর্ট : আসামে মুসলিম বিবাহ আইন বাতিল নিয়ে মুখ খুললেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির।
তাঁর অভিযোগ এই আইন বাতিলের লক্ষ্য মুসলমানদের তাদের ধর্ম থেকে দূরে রাখা।
বিজেপি সরকার আসামে নব্বই বছরের পুরনো আইন বাতিল করেছে।
১৯৩৫ সালের এই আইন অনুসারে, আসামের মুসলমানদের বিয়ে ‘কাজি’ বা রেজিস্ট্রারের মাধ্যমে হত।
বিয়ের পর ‘নিকাহনামা’ শংসাপত্র দেওয়া হত, কিন্তু সরকার সেই ব্যবস্থা সরিয়ে দিয়েছে।
ওয়াইসি প্রশ্ন তুলেন, বিশেষ বিবাহ আইনে ‘নিকাহ’-এর বিধান আছে কি না?
তিনি বলেন, বিয়ে যার যার ধর্ম অনুযায়ী হওয়া উচিত।
তাঁর কথায়, বিশেষ বিবাহ আইনে কোনো ধর্ম নেই, যা একটি ধর্মনিরপেক্ষ আইন।
মুসলিম বিয়েতে কনেকে যে ‘মেহর’ দেওয়া হয় তা অপসারণ করা হয়েছে উল্লেখ করে প্রশ্ন করেন এটা নারীদের ক্ষতি কি না?
এছাড়া বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ নিবন্ধিত হলে মুসলিম ব্যক্তিগত আইনে উত্তরাধিকার পাওয়া যাবে না।
তিনি বলেন, এর উদ্দেশ্য হল মুসলমানদের তাদের ধর্ম এবং ধর্মীয় অনুশীলন থেকে দূরে রাখা।
উল্লেখ্য, বাল্যবিবাহ বন্ধ করতে আসাম মন্ত্রিসভা মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন 1935 বাতিল করার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার একথা ঘোষণা করেন।